ঢাকা | বঙ্গাব্দ

রংপুরের মিঠাপুকুরে ধান কাটার সময় "হিট স্ট্রোকে" এক কৃষকের মৃত্যু

রংপুর, মিঠাপুকুর,ধান, কাটা, সময়,হিট, স্ট্রোক,এক, কৃষক, মৃত্যু
  • আপলোড তারিখঃ 26-05-2024 ইং
রংপুরের মিঠাপুকুরে ধান কাটার সময় "হিট স্ট্রোকে" এক কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন: রংপুরের মিঠাপুকুরে ধান কাটার সময় "হিট স্ট্রোকে" এক কৃষকের মৃত্যু (প্রতিকি ছবি)

মোঃ মানিক মিয়া,ভ্রাম্যমান করেসপন্ডেন্ট।


রংপুরের মিঠাপুকুরে ধান কাটার সময় হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত কাল শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর সাতভেন্টি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।কৃষক শহিদুল ইসলাম এনায়েতপুর সাতভেন্টি পশ্চিমপাড়া গ্রামের আমিন ওরফে গাঁটু মিয়ার ছেলে।


নিহতের পরিবার জানায় শনিবার সকাল থেকে এনায়েতপুর সাতভেন্টি পূর্বপাড়া গ্রামের মাঠে শহিদুলসহ বেশ কয়েকজন কৃষক জমিতে ধান কাটছিলেন। দুপুরে ধান কাটা শেষে জমি থেকে ধান আনার জন্য ধানের ভার বাঁধছিলেন শহিদুল।এ সময় আকস্মিক তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেবুল হোসেন জানান ধারণা কর‌ছি অতিরিক্ত গরমে হিট স্ট্রোকের কারণে ওই কৃষকের মৃত্যু হয়েছে।হিট স্ট্রোক থেকে বাঁচতে হলে সকলকে রোদের পিক টাইমগুলো এড়িয়ে চলতে হবে।


মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন স্ট্রোকজনিত কারণে একজন কৃষকের মৃত্যু হয়েছে।সকল আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।সারা দেশের মতো রংপুরেও তাপপ্রবাহ চলছে।আবহাওয়া অফিস জানিয়েছে গতকাল শনিবার রংপুরের তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।




নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ